এক দিনের কষ্টে নয়, ভুলে যাওয়া মানুষ আজকের বাস্তবতা 💔
![]() |
| ১ দিনের কষ্ট ৯৯ দিনের ভালো টা ভুলে যাওয়াই মানুষের কাজ💔 |
মানুষের স্বভাবটাই এমন — একদিনের কষ্ট, এক মুহূর্তের ভুলে সে সহজেই হারিয়ে ফেলে ৯৯ দিনের ভালোবাসা, ভালো ব্যবহার, আর সুন্দর স্মৃতি। আজকাল সম্পর্কগুলো আর তেমন শক্ত থাকে না, কারণ মানুষ এখন দ্রুত ভুলে যায়, দ্রুত বদলে যায়।
ভালো সময়ের দিনে আমরা যাদের পাশে পাই, কষ্টের দিনে তাদের অনেকেই থাকে না। অথচ ঠিক সেই কষ্টের সময়টাই বোঝায় কে সত্যি আপন, আর কে শুধু সময়ের সঙ্গী।
তবুও জীবনের নিয়ম এটাই — কেউ চাইলেই কাউকে থামাতে পারে না। ভুলে যাওয়া যেমন মানুষের স্বভাব, তেমনি নিজের মান রাখাটাও আমাদের দায়িত্ব। 🌸
❤️ ১ দিনের কষ্ট ৯৯ দিনের ভালো টা ভুলে যাওয়াই মানুষের কাজ 💔
🔗 Created by:
File Closed
🌐 www.fileclosed.xyz
⚠️ Copyright Disclaimer
© 2025 File Closed – সর্বস্বত্ব সংরক্ষিত। এই পোস্টের লেখা, ছবি বা যেকোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী কপিরাইট লঙ্ঘন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।






0 Comments:
Post a Comment