👉 Unauthorized copying or reproduction of this material is strictly prohibited under the Digital Millennium Copyright Act (DMCA). For takedown requests, please contact the site admin through our official DMCA page.
👉 Unauthorized copying or reproduction of this material is strictly prohibited under the Digital Millennium Copyright Act (DMCA). For takedown requests, please contact the site admin through our official DMCA page.
সকাল সকাল রেডিও স্টাট 🙉 কপাল ভালো, এখনও একজন কথা বলতে পারে না‼️
সকাল সকাল রেডিও স্টাট🙉কপাল ভালো এখনও একজন কথা বলতে পারে না‼️
সকালের শুরুটা সবসময় শান্ত হওয়া উচিত, কিন্তু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সকাল সকাল রেডিও স্টার্ট দেওয়া —
মানে মুখ খুললেই হৈচৈ! 🙉 যেন পৃথিবীটা ওদের কথার ওপরই ঘোরে।
তবুও কপাল ভালো, এখনও একজন কথা বলতে পারে না — না হলে আজকের সকালটাই নষ্ট হয়ে যেত 😅
মানুষ যত চুপ থাকে, পৃথিবী তত সুন্দর থাকে।
তাই নিজের শান্তিটা বাঁচিয়ে রাখুন, কারণ সব শব্দই সুর নয় — কিছু শব্দ শুধু মাথাব্যথা বাড়ায়! 😄
সকাল সকাল রেডিও স্টাট🙉 কপাল ভালো এখনও একজন কথা বলতে পারে না‼️
এক দিনের কষ্টে নয়, ভুলে যাওয়া মানুষ আজকের বাস্তবতা 💔
১ দিনের কষ্ট ৯৯ দিনের ভালো টা ভুলে যাওয়াই মানুষের কাজ💔
মানুষের স্বভাবটাই এমন — একদিনের কষ্ট, এক মুহূর্তের ভুলে সে সহজেই হারিয়ে ফেলে ৯৯ দিনের ভালোবাসা, ভালো ব্যবহার, আর সুন্দর স্মৃতি।
আজকাল সম্পর্কগুলো আর তেমন শক্ত থাকে না, কারণ মানুষ এখন দ্রুত ভুলে যায়, দ্রুত বদলে যায়।
ভালো সময়ের দিনে আমরা যাদের পাশে পাই, কষ্টের দিনে তাদের অনেকেই থাকে না। অথচ ঠিক সেই কষ্টের সময়টাই বোঝায় কে সত্যি আপন,
আর কে শুধু সময়ের সঙ্গী।
তবুও জীবনের নিয়ম এটাই — কেউ চাইলেই কাউকে থামাতে পারে না। ভুলে যাওয়া যেমন মানুষের স্বভাব, তেমনি নিজের মান রাখাটাও আমাদের দায়িত্ব। 🌸
❤️ ১ দিনের কষ্ট ৯৯ দিনের ভালো টা ভুলে যাওয়াই মানুষের কাজ 💔
ক্যামেরার পিছনে মানুষের বাস্তব একটা জীবন রয়েছে,যেটা জানি না কিন্তু কেউ🙂
File Photo
সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা কাউকে বানায় সর্বোচ্চ মহান কাউকে বলা সর্বনিম্ন খারাপ কিন্তু ক্যামেরার পিছনে মানুষের বাস্তব একটা জীবন রয়েছে,যেটা জানি না কিন্তু কেউ🙂সমান্য কয়েক মিনিটের ভিডিও ও কিছু মানুষের কথার উপর ভিত্তি করে জাজ করি🤡যেটা কখনো আসল সত্য হতে পারে না,যাই হোক মাঝে মধ্যে বড় দীর্ঘ শ্বাস নেই আর ভাবি আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী!
⚠️ Copyright Disclaimer
This blog post and all its contents are the exclusive property of File Closed . Any unauthorized copying, reproduction, screenshot, or partial use of this content is strictly prohibited and may result in legal action.
🏠 রিপন মিয়ার নতুন বাড়ির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন The Royal Salon এর CEO সাউদ তোহা 😍
রিপন মিয়ার নতুন বাড়ি শুভ উদ্ভোদন করছে যাচ্ছেন The Royal Salon এর CEO সাউদ তোহা😍
সাম্প্রতিক সময়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রিপন মিয়ার নতুন বাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠান। সুসজ্জিত পরিবেশ, অতিথিদের উচ্ছ্বাস এবং সৌহার্দ্যের আবহে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন The Royal Salon-এর প্রতিষ্ঠাতা ও CEO সাউদ তোহা। তিনি তার ব্যস্ত সময়ের মাঝেও রিপন মিয়াকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন। তার আগমন যেন অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে দেয়।
“রিপন ভাই আমাদের সমাজের একজন প্রেরণাদায়ক মানুষ। তার নতুন বাড়ির উদ্বোধন শুধু একটি স্থাপনা নয়, এটি একটি স্বপ্নের বাস্তব রূপ।” — সাউদ তোহা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। সবাই একসাথে নতুন বাড়ির শুভ কামনা করেন এবং রিপন মিয়া ও তার পরিবারের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা জানান।
শেষে অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সবাই আন্তরিক পরিবেশে আনন্দঘন সময় কাটান।
✨ রিপন মিয়া ও সাউদ তোহা – দুজনই আমাদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, যারা নিজেদের কর্ম ও অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
👉 Unauthorized copying or reproduction of this material is strictly prohibited under the Digital Millennium Copyright Act (DMCA).
For takedown requests, please contact the site admin through our official DMCA page.
যে সব মা বাবা তাদের সন্তান দের কস্ট দেয়, তাদের মা বাবা হওয়ার যোগ্যতা নাই 🥹
মা-বাবা সন্তানদের জীবনের প্রথম শিক্ষক, আশ্রয় আর নিরাপত্তার সবচেয়ে বড় প্রতীক। কিন্তু যখন কোনো মা-বাবা নিজের সন্তানকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দেন, তখন তারা সেই পবিত্র সম্পর্কের মর্যাদা নষ্ট করেন। সন্তান কোনো বোঝা নয়—সে একটি আশীর্বাদ, যাকে ভালোবাসা, যত্ন আর সহানুভূতি দিয়ে বড় করা দায়িত্বের অংশ।
যে মা-বাবা তাদের সন্তানকে কষ্ট দেয়, অবহেলা করে, বা তার অনুভূতিকে মূল্যায়ন করে না, তারা প্রকৃত মা-বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। ভালোবাসা ছাড়া পরিবার পূর্ণ হয় না। একজন দায়িত্বশীল অভিভাবক কখনোই সন্তানের চোখে অশ্রু দেখতে পারে না—সেই চোখে হাসি ফোটানোই হলো সত্যিকারের পিতামাতার পরিচয়। 💔
ফেসবুক থেকে আয় করতে চাইলে শুধুমাত্র ফলোয়ার বা ভিউ যথেষ্ট নয়—নতুন নীতিমালার শর্ত মানাই মূল বিষয়।
✍️ FILE CLOSED📅 প্রকাশ:
কেন পরিবর্তন?
ফেসবুক প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মান, ব্যবহারকারীর নিরাপত্তা এবং নির্মাতাদের মৌলিকত্ব নিশ্চিত করতে নীতিমালায় কড়াকড়ি এনেছে। তাই এখন যোগ্যতা নির্ধারণে কেবল সংখ্যা নয়, কনটেন্টের গুণগত মান ও নীতিমালা-অনুসরণের ব্যাপারটি প্রাধান্য পাচ্ছে।
প্রধান শর্তাবলী
১) ভিডিওর দৈর্ঘ্য: ন্যূনতম ১৫ সেকেন্ড
রিল/শর্ট হলেও ১৫ সেকেন্ডের কম হলে সাধারণত মনিটাইজযোগ্য ধরা হয় না।
২) সম্পূর্ণ কপিরাইটমুক্ত কনটেন্ট
গান, ভিডিও ক্লিপ, অডিও, স্টক ফুটেজ—ব্যবহার করলে অবশ্যই সঠিক লাইসেন্স থাকতে হবে।
রিভিউ/প্রমোশনাল ভিডিও হলে তা ব্র্যান্ডেড কনটেন্ট হিসেবে গণ্য হয়; এতে সাধারণ বিজ্ঞাপন পরিবেশন সীমিত বা অযোগ্য হতে পারে।
৪) শালীনতা ও কমিউনিটি স্ট্যান্ডার্ড
অশালীন/সহিংস/বৈষম্যমূলক ভাষা, প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইত্যাদি থাকলে আয় বন্ধ হতে পারে।
৫) অন্যের ভিডিও ক্রস-পোস্ট/রিইউপলোড নয়
মৌলিক, নিজস্ব কনটেন্টকে অগ্রাধিকার। অন্য পেজের ভিডিও কোলাব/ক্রস-পোস্ট করলে সাধারণত মনিটাইজযোগ্য ধরা হয় না।
৬) আপলোডের পর ভিডিও ডিলিট এড়ান
বারবার ডিলিট/রিইউপলোড করলে যোগ্যতা ও ডিস্ট্রিবিউশনে নেতিবাচক প্রভাব পড়ে।
৭) অ্যাড অফ করে রাখবেন না
অ্যাড ডিজেবল রাখলে সেই ভিডিও থেকে আয়ের সুযোগ থাকবে না।
৮) ভুয়া এঙ্গেজমেন্ট ব্যবহার করবেন না
ফলোয়ার/ভিউ/রিঅ্যাকশন কেনা বা থার্ড-পার্টি টুলে বুস্ট—ধরা পড়লে মনিটাইজেশন স্থায়ীভাবে বাতিল হতে পারে।
মনিটাইজেশনের জন্য যা করবেন
নিজের তৈরি, মৌলিক ও ভ্যালু-অ্যাডেড ভিডিও প্রকাশ করুন।
নিয়মিত আপলোড শিডিউল বজায় রাখুন।
কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট নীতিমালা ফলো করুন।
পেজ কোয়ালিটি, পেজ ট্রান্সপারেন্সি ও সেটিংস সঠিকভাবে মেইনটেইন করুন।
মনিটাইজেশন ট্যাবে সর্বশেষ নিয়ম ও অ্যালার্ট চেক করুন।
যা করবেন না
অন্যের গান/ভিডিও/অডিও লাইসেন্স ছাড়া ব্যবহার করবেন না।
ভুয়া ফলোয়ার/ভিউ/এঙ্গেজমেন্ট কিনবেন না।
ব্র্যান্ড প্রমোশন গোপন করে করবেন না (প্রয়োজনে সঠিকভাবে disclose করুন)।
অশালীন/বিতর্কিত ভাষা বা ভায়োলেশন-সম্ভাব্য টপিক বাছাই করবেন না।
একই ভিডিও একাধিক পেজে কোলাব করে রিইউপলোড করবেন না।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
১৫ সেকেন্ডের কম ভিডিও কি মনিটাইজ হবে?
সাধারণত নয়। সংক্ষিপ্ত ভিডিও হলেও ন্যূনতম ১৫ সেকেন্ড রাখাই নিরাপদ।
স্টক মিউজিক/ফুটেজ ব্যবহার করলে সমস্যা?
সঠিক লাইসেন্স থাকলে সমস্যা নেই। লাইসেন্স ছাড়া ব্যবহার করবেন না, শুধু “ক্রেডিট” যথেষ্ট নয়।
ব্র্যান্ডেড কনটেন্টে বিজ্ঞাপনের আয় পাওয়া যায়?
না, সাধারণত ব্র্যান্ডেড কনটেন্টে নিয়মিত বিজ্ঞাপন পরিবেশন সীমিত বা অযোগ্য থাকে।
ভিউ/ফলোয়ার কেনা কি ধরা পড়ে?
হ্যাঁ, প্ল্যাটফর্ম অস্বাভাবিক প্যাটার্ন শনাক্ত করতে পারে; ধরা পড়লে Monetization স্থায়ীভাবে বাতিল হতে পারে।
এই গাইডটি মৌলিকভাবে লেখা হয়েছে যাতে আপনার সাইটে নিরাপদে প্রকাশ করা যায়। প্ল্যাটফর্ম নীতিমালা সময়ের সাথে বদলাতে পারে, তাই নিয়মিতভাবে আপনার পেজের Monetization ট্যাব চেক করুন।
**"অরুচিপূর্ণ, নোংরা ভিডিও আর পোস্ট দিয়ে যুবসমাজের মাথা খারাপ করার চেষ্টা, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ধ্বংস করার চক্রান্ত — এসবের জন্য 'Riya Moni' অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্টের মনিটাইজেশনে লাল বাতি জ্বালিয়ে দিলাম। 🔥
এইটা শুধু শুরু… যারা এখনো এমন নোংরামি চালিয়ে যাচ্ছে, সময় থাকতে থামো… নাহলে একে একে সবার কপালে এই লাল বাতি জ্বলবে। ⚡ Action By: File Closed — ছাই করার প্রক্রিয়া শুরু।"**
ভারতের হকার সাংবাদিক ময়োখ রন্জন ঘোশ এর ফেসবুক ইনকাম অফ করে দিলাম😅 তোমার আইডি ব্লু ভেরিফাই তাতে আমার কি, আমার কপিরাইটের কাছে তোমার ব্লু ভেরিফাইর মুল্য নাই, আই এম কপিরাইট এক্সপার্ট ব্রো, সময় মত আইডি নাই হইয়া যাইবো✌️✌️✌️
✅ Manage your business confidently with verified solutions! We provide assistance and guidance for Facebook Business Manager accounts to ensure smooth management and better security.
📩 Contact us for details and support. Note: We only provide guidance. Facebook’s terms and policies apply.
✅ আপনার ব্যবসা পরিচালনা হোক আরও সহজ ও নিরাপদ! আমরা Facebook Business Manager ব্যবহারে সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে থাকি, যাতে আপনার ব্যবসা আরও ভালোভাবে পরিচালিত হয়।
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন। বি:দ্র: আমরা শুধুমাত্র সহায়তা প্রদান করি। Facebook-এর সকল নিয়মাবলী প্রযোজ্য।
যেটা অন্যায় সেটা তুমি করলেও অন্যায়, আমি করলেও অন্যায়। আল্লাহ তায়লা কারো একার না 🌸
অন্যায় কখনো ন্যায় হতে পারে না। মানুষ যেই হোক না কেন — ধনী, গরিব, বড় বা ছোট — আল্লাহর দৃষ্টিতে সঠিক কাজই সঠিক, আর ভুল কাজ সবসময়ই ভুল।
আমরা অনেক সময় ভাবি, “ও যদি করতে পারে, আমি কেন পারবো না?” — কিন্তু এই চিন্তাটাই অন্যায়ের মূল উৎস। অন্য কেউ ভুল করলেও, আমাদের দায়িত্ব হচ্ছে সত্য পথে থাকা, অন্যায়ের পাশে না দাঁড়ানো।
আল্লাহ তায়ালা কখনো পক্ষপাত করেন না। তিনি ন্যায়বিচারক। তাঁর দৃষ্টিতে সব মানুষ সমান — যিনি অন্যায় করেন, তাঁর হিসাবও একদিন দিতে হবে।
তাই অন্যায়কে অন্যায় হিসেবেই দেখুন, তা যে-ই করুক না কেন। কারণ, ন্যায়ের পথে চলাটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। 🌿
It is a long established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. The point of using Lorem Ipsum is that it has a more-or-less normal distribution of letters, as opposed to using 'Content here, content here'.