![]() |
| যেটা অন্যায় সেটা তুমি করলেও অন্যায়, আমি করলেও অন্যায়। আল্লাহ তায়লা কারো একার না 🌸 |
অন্যায় কখনো ন্যায় হতে পারে না। মানুষ যেই হোক না কেন — ধনী, গরিব, বড় বা ছোট — আল্লাহর দৃষ্টিতে সঠিক কাজই সঠিক, আর ভুল কাজ সবসময়ই ভুল।
আমরা অনেক সময় ভাবি, “ও যদি করতে পারে, আমি কেন পারবো না?” — কিন্তু এই চিন্তাটাই অন্যায়ের মূল উৎস। অন্য কেউ ভুল করলেও, আমাদের দায়িত্ব হচ্ছে সত্য পথে থাকা, অন্যায়ের পাশে না দাঁড়ানো।
আল্লাহ তায়ালা কখনো পক্ষপাত করেন না। তিনি ন্যায়বিচারক। তাঁর দৃষ্টিতে সব মানুষ সমান — যিনি অন্যায় করেন, তাঁর হিসাবও একদিন দিতে হবে।
তাই অন্যায়কে অন্যায় হিসেবেই দেখুন, তা যে-ই করুক না কেন। কারণ, ন্যায়ের পথে চলাটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। 🌿





